ঢাকা এয়ারপোর্ট |
বিমানের কর্মচারীর ইউনিয়ন লাগাতার ধর্মঘট চালিয়ে যাচ্ছে যা এয়ারপোর্ট কে পুরো পুরী বন্দ করে দিয়েছে সব দরনের কাজ থেকে। কোন বিমান চলাচল করছে না আকাশে এবং যারা বাহির থেকে এসেছে তারাও সমস্যায় তাঁদের লাগেজের জন্য।
বিমান হলও বাংলাদেশের ন্যাশনাল পতাকা বাহি এইরলাইন্স যা সব ধরনের
কার্জ কর্মের এজেন্ট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ ।
ধর্মঘট এই এয়ারপোর্ট কে পুরো পুরী
বন্দ করে দিয়েছে, অথোরিটির কোন ঘোষণা ছাড়া ।
কমপক্ষে দুইটা ফালাইট বন্দ করা হয়েছে যা সিঙ্গাপুর এবং কুয়াতে যাবার কথা, কোন প্রকার ঘোষণা ছাড়া। কমপক্ষে একশত যাত্রী বহির গমনের কাউন্টার –এ লাইন করে দাড়িয়ে আছে কারণ তাঁদের কে বাহির হতে দেয়া হচ্ছে না এবং তারা তাঁদের লাগেজের ও কোন খবর পাচ্ছে না।
No comments:
Post a Comment